সাতক্ষীরা জেলা সমাজ কল্যান পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা, কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্র²রাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজার শিবতলা মোড়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ইউপি সদস্য ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সভাপতি জাহিদ হোসেন আলতু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি, আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শেখ মাহবুবুর রহমান, মোঃ শরিফুজ্জামান, রাইসুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা সমাজ কল্যান পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
এতে শেখ মাহবুবুর রহমান কে সভাপতি, মোঃ শরিফুজ্জামান কে সাধারণ সম্পাদক, রাইসুল ইসলাম সহ সভাপতি ও মোঃ মিলন হোসেন কে সাংগঠনিক সম্পাদক এবং আকরাম হোসেন বাপ্পিকে এক নম্বর সদস্য মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।প্রেস বিজ্ঞপ্তি