প্রতারক চক্র থেকে সাবধান! প্রিয় সাতক্ষীরা সদর থানার সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সচেতনার্থে এবং জ্ঞাতার্থে জানাচ্ছি যে, স¤প্রতি সাতক্ষীরা শহর সহ বেশ কিছু এলাকায় এক ধরনের কৌশলী প্রতারক চক্র ঘোরাফেরা করছে এবং এরা বেশ কিছু প্রতারণার ঘটনাও ঘটিয়েছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। এদের টার্গেট সরকারি- বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় বড় হাট বাজার, জনবহুল রাস্তা সহ নির্জন এলাকায় ভদ্রলোক অথবা ভদ্র মহিলা।
হঠাৎ দেখবেন অপরিচিত কেউ আপনাকে হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলবে এর মধ্যে একটি খুব দামি মূল্যবান পাথর অথবা মূল্যবান অলংকার আছে। এটা বিক্রি করা যাচ্ছে না। টার্গেট ভদ্রমহিলাকে ব্যাগটি হাতিয়ে ধরিয়ে দিয়ে বললেন, এটা আপনি বিক্রি করে নিন। আপাততঃ এর পরিবর্তে ভদ্র মহিলার গলায় এবং হাতে যা আছে তা দিলেই চলছে। ভদ্রমহিলা সন্তুষ্ট চিত্তে কোনো ধরনের চিন্তা না করেই গলা ও হাত থেকে সমস্ত অলংকার অপরিচিত সেই ব্যক্তিকে খুলে দিলেন। এরপরেই হাওয়া।
আপনি কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোন ব্যাংকে টাকা তোলার জন্য ক্যাশ কাউন্টারে ঢাকা গ্রহণের জন্য দাঁড়িয়ে আছেন। দেখবেন এই চক্রের কেউ আপনার পাশে থেকে সবকিছু লক্ষ্য করছে। ক্যাশ কাউন্টার থেকে ঠিক টাকা গ্রহণের সময় দেখবেন সেই প্রতারক চক্রের একজন সদস্য নিচে ৩/৪টি ৫০০ বা ১০০ টাকার নোট ফেলে দিয়ে বলবে, এই? আপনার টাকা নিচে পড়ে গিয়েছে! প্রতারক চক্রের আরেক সদস্য দেখবেন মাটি থেকে টাকা তোলার এই ব্যস্ততার সুযোগে ক্যাশ কাউন্টার থেকে সমুদয় টাকা নিয়ে পালিয়েছে। অনুমান ৩০ সেকেন্ডের মধ্যেই সব হাওয়া।
কাউকেই আর পাবেন না। এভাবে মোবাইল বা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও প্রতিনিয়ত একটি প্রতারক চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। একটু সচেতন হলে, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রেহাই পাওয়া যেতে পারে। প্রথমতঃ আমরা অপরিচিত কারো নিকট থেকে কিছু খাব না। দ্বিতীয়তঃ অপরিচিত কাউকেই বিশ্বাস করব না। কাউকে সন্দেহ হলে কৌশলের আশ্রয় নিয়ে তাৎক্ষণিক থানায় ফোন দিব। তৃতীয়তঃ মোবাইল ডিভাইসে অপরিচিত কোনো নম্বরে কোনভাবেই বেশিক্ষণ কথা বলার প্রয়োজন নেই।
আপনার সেটা বোঝার কথা। বেশি কথা বললে, আপনার বিকাশ থেকে সঞ্চিত টাকা খোয়া যেতে পারে। চতুর্থতঃ হঠাৎ অপরিচিত কেউ আপনার বাসা বাড়িতে গেলে কৌশলে তাৎক্ষণিক পুলিশ কে জানান। পঞ্চমতঃ ভাড়াটিয়া আসলে তার সম্পর্কে আগে সম্পূর্ণরূপে জানুন। অতঃপর ভাড়াটিয়া বসতবাড়িতে প্রবেশ করান এবং তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করুন। ষষ্টতঃ বাহিরে বের হলে যে কোন মুহূর্তে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে এটা মাথায় রাখুন। টিম সাতক্ষীরা সদর থানা সার্বক্ষণিক আপনার পাশে আছে। মোবাইল নম্বরঃ * ০১৩২০১৪২১৭৯, * ০১৩২০১৪২১৮০, * ০১৩২০১৪২১৮১ *০১৩২০১৪২১৮৪। আপনাদের সার্বক্ষণিক শুভকামনায় ওসি সাতক্ষীরা। প্রেস বিজ্ঞপ্তি
##