তাপস সরকার, তালা : তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতাভোগীদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয় যাচাই বাছাই কার্যক্রম সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিনসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ। যাচাই বাছাই প্রক্রিয়ায় ২১৩জন প্রতিবন্ধী ভাতাভোগী অনলাইনে আবেদন করেন। এরমধ্যে ১৫৫ জনের তালিকা চূড়ান্ত করা হয়।