শহর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা সমাজ কল্যান পরিষদের উদ্যোগে নতুন কমিট ঘোষণা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্র²রাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারে ২ নং ওয়ার্ডের সদস্য ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাশেদুজ্জামান রাশি, শেখ মুজিবুর রহমান,মোঃ শরিফুজ্জামান, শেখ মাহবুবুর রহমান, রাইসুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সাতক্ষীরা জেলা সমাজ কল্যান পরিষদ যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার প্রসংশা করে ও সমাজের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্তকরেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা সমাজ কল্যান পরিষদের আহবায়ক মোঃ আকরাম হুসাইন বাপ্পী।