নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম’র ৭০ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৭টায় শহরের দিবা নৈশ কলেজ মোড়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা সাবেক এমপি সৈয়দ কামাল বখ্ত সাকি’র বাসভবনে সাতক্ষীরার গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম’র ৭০ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।
জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আতাউর রহমান, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, পৌর ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহান মুন্নি, জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা শেখ আলমগীর হাসান আলম, আবু সাক্কার, যুবলীগ নেতা আব্দুস সালাম, মুজিবর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের ইমাম হাফেজ সাদেকুল ইসলাম। পরে অতিথিরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম’র ৭০ তম জন্ম বার্ষিকীর কেক কাটেন।