শহিদুল ইসলাম, দেবহাটা : দেবহাটায় জাতীয় পার্টি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। (১৮ই নভেম্বর) শুক্রবার রাত ৮ টায় দেবহাটা উপজেলা জাতীয় পার্টির নেতা ডাঃ আমিনুর রহমানের নেতৃত্বে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের প্রায় পঞ্চাশ জন নেতা কর্মী দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করে।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাসান শরাফি, আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহসানউল্লাহ ডালিম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান। কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।
##