তাসকিন আহমেদ (শাওন) : দেবহাটা উপজেলার কুলিয়ার তৃণমূল পর্যায়ের এ্যাডভোকেসীর মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা গুলো চিহ্নিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। ২০নভেম্বর রবিবার সকাল ১০টায় রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডলের সভাপতিত্বে ইউপি সচিব মহাসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ইউপি সদস্যা ফতেমা খাতুন, ইউপি সদস্য যথাক্রমে, আব্দুল হান্নান, মোশারফ হোসেন, গোলাম রব্বানী ও শামসুজ্জামান ময়না। উপস্থিত ছিলেন, ইউপি সদস্যা শিরিনা রসূল ও শ্যামলী রানীসহ অন্যান্য ইউপি সদস্যরা।
শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও স্যানিটেশন পানি সরবারাহ ও পয় নিষ্কাশন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। কুলিয়া ইউনিয়নের তৃণমূল পর্যায়ে শিশুদের পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন, সুপেয় পানির অভাব, শিশুদের ওজন বৃদ্ধির ব্যাপারে পিতা-মাতার সচেতন, স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরির উপকরন, গর্ভবতী মায়েরা ঠিত মতো চেকআপ করা সহ বাছাইকৃত সমস্যা চিহ্নিত করন ও প্রনয়নের জন্য স্থানীয় পর্যায়ে সমাধান করার লক্ষ্যে এ্যাডভোকেসী সভায় আলোচনা করা হয়।