ডেস্ক রিপোর্ট : ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অধিকার করেছে নবজীবন ইনস্টিটিউটের খুদে বিজ্ঞানীরা। সোমবার (২১ নভেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। মেলাতে নবজীবন ইনস্টিটিউট লাইটের গতিতে ডাটা আদান-প্রদানের প্রযুক্তিসহ, আধুনিক সাতক্ষীরা তৈরির একটি রুপকল্প তুলে ধরেন।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা নবজীবনের ইনস্টিটিউটের কাছে সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেন, বিজ্ঞান শিক্ষক রাশেদুজ্জামান ও মাসুম বিল্লাহ, তথ্য প্রযুক্তি শিক্ষক ফাহাদ হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির খুদে বিজ্ঞানী দশম শ্রেণীর শিক্ষার্থী আহসান হাবিব রনি, ছিব্বাতুল্লাহ এবং নবম শ্রেণীর ছাত্র মুহাম্মাদ হাসিব, ইব্রাহিম সরোয়ার, ইমন, আলম ও মুস্তাহিদ।