তাপস সরকার, তালা : তালায় খলিলনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতার উপকারভোগী উন্মুক্ত বাছাই করা হয়েছে। সোমবার বিকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ হলরুমে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে প্রতিবন্ধী ভাতার উপকারভোগী উন্মুক্ত বাছাই করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য শিরিনা খাতুন, পারভীন বেগম, সাধারণ সদস্য প্রকাশ দালাল, লিয়াকত হোসেন, বিকাশ মন্ডল আবু হাসান, জিয়াউর রহমান, সেলিম হোসেন, আব্দুল জলিল, সাহাদাৎ হোসেন, মো. আওরঙ্গজেব প্রমূখ। এবছর খলিলনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতার উপকারভোগী উন্মুক্ত ভাবে ৪৮ জনকে বাছাই করে নেওয়া হয়।