দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাংবাদিক সমিতি’র তৎকালীন সভাপতি শহীদ আবু রায়হানের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকেলে এ উপলক্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ব্যাক্তি উদ্যোগে তার বাসভবনে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটিতে মনিরুজ্জামান মনি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মাহবুব আলম খোকন, লোকমান কবীর, রবিউল ইসলাম প্রমূখ।
এসময় মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে শহীদ আবু রায়হান হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।