দেবহাটা প্রতিনিধি : জাতীয় পর্যায়ে এ্যাডভোকেসীর জন্য স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ ও প্রনয়নের জন্য স্থানীয় পর্যায়ে নীতি নির্ধারণ, সমস্যাগুলো জাতীয় পর্যায়ের সাথে লিংকেজ করা এবং জাতীয় স্তরে লবিং এ্যাডভোকেসির জন্য যুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইটু গ্রো প্রজেক্টের আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য আজগার হোসেন ছোটো, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মাহমুদ গাজী, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম, ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য খাদিজা পারভীন কনা, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য রাহিলা পারীভন লিলি সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সমস্যা তুলে ধরার পাশাপাশি শিশুদের পুষ্টি, নিরাপদ সুপেয় পানি, গর্ভকালীন নারীদের স্বাস্থ্য, কিশোরীদের স্বাস্থ্য, পয়:নিস্কাশন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন খ্যাতে বেশি বরাদ্ধ রাখার সুপারিশ করা হয়।