তাসকিন আহমেদ (শাওন) : সদর উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নের জন্য মডেল টেস্ট পরিক্ষা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ নভেম্বর বেলা ১১টায় মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন’র উদ্যোগে উক্ত মডেল টেস্ট পরিক্ষা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ের উপর মোট ২৫ নম্বরের পরিক্ষায় ১১২জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরিক্ষা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম. আব্দুর রকিব আল মেহেদীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মনজুর কাদিরের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। পরিক্ষার ফলাফল প্রকাশ শেষে প্রধান অতিথি সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন পরিক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
তিনি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করার জন্য নিরলস পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মডেল টেস্ট পরিক্ষা নিয়ে শিক্ষার অগ্রগতি সাধন করেন। এতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি মনযোগ আকর্ষন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হচ্ছে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।