শাহ জাহান আলী মিটন : “শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।
এসময় অতিথিরা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের সকল নির্দেশনা পালনে নিরলশ ভাবে কাজ করেছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।