হাফিজুর রহমান শিমুল : গ্রাহকসেবা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জের নলতা শরীফ মাঠে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়াল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপবিস এর মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালক ঢালী ইউসুফ আহমেদ (ভার্চুয়াল), সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, বাপবিস এর নির্বাহী প্রকৌশলী পরেশচন্দ্র মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, নলতা কে বিএ রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক চৌধুরী আমজাদ হোসেন, বক্তব্য রাখেন শিল্প গ্রাহক আরবান হোসেন ও আব্দুল্লাহ সরদার, মসজিদের ঈমাম মাওঃ কুতুবউদ্দিন প্রমুখ।
অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, পবিস এর কর্মী, কর্মকর্তা ও সূধীবৃন্দ। এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পবিস এর উদ্যোগে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদানের লক্ষে ইতিমধ্যে আলোর ফেরিওয়ালা, গেরিয়াল ফেরিওয়ালার মাধ্যমে কার্যক্রম চলমান আছে। বর্তমান সরকারের আমলে বিদ্যুত বিভাগে ব্যাপক সাফল্য লাভ করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পবিস এর ইনফোর্সমেন্ট কো অডিনেটর মহিদুল ইসলাম।