সকাল রিপোর্ট : ইটাগাছা জাগ্রত যুব সংঘের সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি মৃত গিয়াস উদ্দিন স্মৃতি চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ফ্রেন্ড সার্কেল একাদশ কে ২-১ গোলে পরাজিত করে ইটাগাছা বন্ধু মহল একাদশ চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার ৭ন ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ম্যানেজার মোহাম্মদ বায়জিদ হোসেন এ্যাডভোকেট মোঃ মতিনুর রহমান, আগরদাড়ি ইউনিয়ন পরিষদের মোহাম্মদ কবিরুল আলম মিন্টু, বিশিষ্ট ঠিকাদার শেখ আসাদুজ্জামান চান্দু, ইটাগাছা জাগ্রত যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান পিয়াল, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান । সার্বিক তত্ত¡াবধানে ইটাগাছা জাগ্রত যুব সংঘের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল কে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা উপহার দিসেবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।