তাপস সরকার, তালা : বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে তালা উত্তরণ আইডিআরটিতে উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যাপক রেজাউল করিম, পানি কমিটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, সরদার রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, নুরুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, শিবপদ মল্লিক, সুনন্দা ভদ্র, জি এম শহিদুল্লাহ, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা প্রমুখ উপস্থিত ছিলেন।