আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজার মসজিদ ও এতিমখানা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) জুম্মার নামাজের পর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। হাফেজ মাও. জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকার শাহিনুর ইসলাম কাজল, শ্রীউলা ইউনিয়ন পরিষদের সচিব খায়রুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকী, শিক্ষক শামীমুজ্জামান পলাশ, আবুল হোসেন, জেলা বিসিক উপ-পরিচালক গোলাম সাকলায়েন কাফি ও বিভিন্ন ওয়ার্ডের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।