দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের পূণঃমিলনী প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় ঐতিহ্যবাহী বনবিবি বটতলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত প্রীতিভোজ ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ, হাফিজুল ইসলাম, আব্দুল কাইয়ুম হোসেন, ফরহাদ হোসেন, মজিবর রহমান, সাব্বির হোসেন, আরিফ বিল্লাহ, মিঠু রহমান, মোনায়েম হোসেন, আব্দুল গফুর, আমিনুর রহমান বাবু, মোস্তফা কামাল সুইট, মিঠু খান, সজীব হোসেন, আশিকুর রহমান, মিঠুন শাহারিয়ার, বিপ্লব হোসেন, রাসেল আহমেদ, সুমন হোসেন, ফরিদ হোসেন, ফিরোজ, শিমুলসহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তৃতাকালে বক্তারা বলেন, দলের প্রয়োজনে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবে এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম।