নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুর মাজারের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, আমজাদ হোসেন, সৈয়দ আমিনুর রহমান বাবু, নজরুল ইসলাম, গোলাম মস্তোফা, আব্দুল হাকিম, কাজল, মাহফুজা সুলতানা রুবি, শাহ-নওয়াজ পারভীন মিলি, শিল্পী রানী প্রমূখ।