সাতক্ষীরা সদরের বল্লীতে ছাত্রলীগের আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বল্লী ইউনিয়ন ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
সাতক্ষীরা সরকারি কলেজের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ ফারুক আহমেদ সহ-সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ ওবায়দুর রহমান লাল্টু, সাধারণ সম্পাদক বল্লী ইউনিয়ন আওয়ামী লীগ জাহিদ হোসেন বাপ্পি সাবেক সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রলীগ, মোঃ তৌহিদ হাসান সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর ছাত্রলীগ, গোলাম খায়রুল্লাহ আরাফাত জেলা ছাত্রলীগ নেতা সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, সংসদ নির্বাচনের জন্য এখনি প্রস্তুতি গ্রহণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি