নাজমুল সুজন বিশ্বাস, শার্শা(যশোর) : বেনাপোল আমড়াখালী এলাকা থেকে বিজিবি কর্তৃক এক (০১) কেজি পরিমান ৯ পিস স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্ত¡াবধানে নায়েক সুবেদার মোঃ কালাম হোসেন’র নেতৃত্বে বেনাপোল আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানের তথ্যের ভিত্তিতে আমড়াখালী হতে কাগজপুকুর যাওয়া মুখী একটি ভ্যান গতিরোধের প্রচেষ্টা করলে ভ্যান চালক তা বুঝতে পেরে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করা হলে ভ্যানের ছিটের নিচে ০৯ (নয়) টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পরে খোঁজ নিয়ে জানতে পারেন ভ্যানটির চালক ছিলেন শার্শা উপজেলার বাগআচড়া, সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মোঃ মিলন (ছোট বাবু) (৩৫) ছিলেন।
উক্ত পলাতক আসামী মিলনকে ধরার জন্য বিজিবি এর একটি বিশেষ টহল দল বাগআচড়া অভিযান চালাচ্ছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী বলেন, উদ্ধারকৃত ০৯ (নয়) টি স্বর্ণের বারের ওজন আনুমানিক ১ (এক) কেজি যার বাজার মূল্য ৯৩,৫০,০০০/- ( তিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা । উদ্ধারকৃত স্বর্ণ সরকারী ট্রেজারীতে জমা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আটককৃত স্বর্ণ এবং ভ্যান বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।