ডেস্ক রিপোর্ট : নবজীবন ইনস্টিটিউটের এসএসসি-২০২২ এ ৬ জন গোল্ডেন জিপিএ-৫ সহ মোট ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ১৭জন এ গ্রেড, ৫ জন এ মাইনাস গ্রেড, ২ জন বি গ্রেড ও একজন সি গ্রেড অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এসএসসি ২০২২ এ মোট ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, এই সাফল্যের জন্য আমার শিক্ষার্থীদের অভিনন্দন। তাদের পরিশ্রম, তাদের পরিবার ও আমাদের শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টার ফল এটা। আমি আশাবাদী এসএসসি ২০২৩ এ এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ও উত্তরোত্তর আরো উন্নতি হবে।
এদিকে, এস.এস.সি পরীক্ষায় খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশন (কেসিএফ)-এর পরিবারের সদস্যের ৬ সন্তান এসএসসি-২০২২ এ কৃতিত্বের সাথে উত্তির্ণ হয়েছে। শিক্ষার্থীরা হলো নাজিহা মোস্তারী, জাবীর আল হোজাইফা, তাসনিয়া খান নোভা, সামিয়া খান, আরিয়ান খান ও পুষ্পিতা আফরিন দিশা। খান এন্ড খান চৌধুরী পরিবারের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং খান এন্ড খান চৌধুরী পরিবার তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছে।