নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের ৬ নং ওয়ার্ডের দৌলতপুরে ছোট ভাইয়ের ছুরিতে আহত হয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি বড় ভাইয়ের স্ত্রী ও সন্তান। ঘটনার বিবরণে জানা যায় বাঁকাল দৌলতপুর গ্রামের তারাপদ সরকারের ছেলে সুকুমার সরকারকে মারপিট ও হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে তার ছোট ভাই দিলিপ ও গোপালের ছেলে প্রভাষ সহ সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে সুকুমার তার অংশের জমি বড় ভাই প্রসাদ সরকারের কাছে স্টাম্পে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যে লিখিত দিয়ে ভারতে চলে যায়।
যাওয়ার পরে প্রসাদ তার পরিবার নিয়ে বসবাস করতে থাকে। কিছু দিন পরে প্রভাষ সরকারের সহযোগিতায় দিলিপ জাল স্টাম্প তৈরী করে প্রসাদের পরিবারকে ঘর থেকে নেমে যাওয়ার জন্য হুমকি ধামকি দিতে থাকে এবং বলে সুকুমারের মত তোকেও দেশ ছাড়া করব। এমতাবস্থায় ভীত প্রসাদ স্থানীয় কাউন্সিলর কে বিষয়টি জানালে কাউন্সিলর শান্তির জন্য মিমাংসার প্রস্থাব দিলে তা অমান্য করে।
রবিবার দুপুরে প্রসাদ বাড়ির বাইরে থাকার সুযোগে দিলিপ, প্রভাষ গং ঘরে ঢুকে প্রসাদের স্ত্রী প্রতিমা রানি সরকার ও ছেলে সুভাংকর সরকার ও সাগর সরকারকে ছুরিকাহত করে আহত করে। আহতারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এসময় সন্ত্রাসীরা তাদের ঘরে লুটপাট চালায়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
এদিকে, জমি জায়গা সংক্রান্ত ওই বিরোধে ওই হমালার ঘটনায় সাগর সরকার বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন। মামলা নং-৯২ তাং ২৯-১১-২২, ধারা-১৮৬০ সালের ১৪৩/৪৪৭/৪৮৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/৫০৬/১১৪। এতে মৃত তারাপদ সরকারের ছেলে দীলিপ সরকার কে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা আরো ২/৩ জনের মামলা রেকর্ড করা হয়েছে।