দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি এএফএম মাসুদ হাসানের পুত্র ফাহিম শাহারিয়ার প্রান্ত এসএসসি-২০২২ সালের পরীক্ষার ফলাফলে (গোল্ডেন) এ+ অর্জন করেছে। আগামীতে সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে ও ভালো মনের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য তার পিতা-মাতা সকলের দোয়া কামনা করেছেন।