শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরায় যুব সম্প্রীতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০শে নভেম্বর- বুধবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব-তরূনদের অংশগ্রহনে ক্যাথলিক চার্চ মিশনে যুব সম্প্রীতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনব্যাপি মেলায় ৫টি স্টল যুব নারী, যুব পুরুষ, মুন্ড সম্প্রদায়, যুব প্রতিবন্ধি, সিডো, মৃৎশিল্প, পিঠা, হস্ত শিল্প, ভাজা সহ বিভিন্ন স্টল দেয়া হয়।
উক্ত মেলায় যুব তরুন-নারীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধূলা অনুষ্ঠিত হয়। রশি টানাটানি, চামসে মার্বেল দৌড়, বালিশ পাচিং সহ বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়, খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলার বিশেষ আকষণ নাটক মঞ্চ জীবন বৃত্তে পরাজয় ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
উপস্থিত ছিলেন একশানএইড ডেনমার্ক প্রতিনিধি মানন মারি ফক্সি লি ফ্লর, এম/এস একশনএইড ডেনমার্ক, হাইফা আওয়াড, এম/এস একশনএইড ডেনমার্ক মো: নাজমুল আহসান, ইয়ং পিপলস ম্যানেজার, একশনএইড বাংলাদেশ, মো: ইকবাল হোসেন, পার্টনারশিপ এন্ড প্রোগ্রাম ম্যানেজার, একশনএইড বাংলাদেশ, মো: আরিফ সিদ্দিকী, ইয়ূথ হাব কো-অর্ডিনেটর এন্ড মোবিলাইজেশণ, একশনএইড বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন পৌরসভা, ফিংড়ী, ব্রক্ষরাজপুর, তালা উপজেলার ধানদিয়া, ও নগরঘাটা থেকে যুব সংঘের ২০০ শতাধিক যুব তরূন-তরূনী।