পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে সম্মেলন উপলক্ষ্যে বুধবার সকাল ১১ টায় লতা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে উক্ত সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সনজিত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি শিবানন্দ রায়, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসারুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, আওয়ামী লীগ নেতা দীনেশ তরফদার, হাসান সরদার, নূর মোহাম্মদ গাজী, তারক রায়, বিপুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়, অনিন্দ্য মন্ডল, কিশোর রায়, সুজন মন্ডল, ফারুক সানা, লিটন শেখ, সাব্বির হাওলাদার, সুজন ঢালী, প্রভাষ রায়, জয় খাঁ, ইলিয়াস হোসেন রাজু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার। প্রস্তুতি সভায় সকলের সম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আহবায়ক গৌতম রায়, যুগ্ম আহবায়ক বিদ্যুৎ মন্ডল, যুগ্ম আহবায়ক পলাশ বাছাড়, সদস্য সচিব সনজিত সরকার সহ কমিটির নবনির্বাচিত সকল নেত্রী বৃন্দ।