শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : “অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব এইডস দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সাতক্ষীরা সিভিল সার্জন মো. সবিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজা রশীদ। এসময় বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মো. হাশেম আলী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সিভিল সার্জন অফিসের জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, সুশীলন সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, মেডিকেল অফিসার তিতির্থ ঘোষ।
এসময় বক্তারা বলেন, এইডস রোগ কোন সোয়াচে রোগ নয়। কোন ব্যক্তি আক্রান্ত হলে অবশ্যই তার পাশে থেকে সেবা দিতে হবে। কোন অবস্থায় পরনারীর সাথে মেলামেশা করা যাবে না। এ সকল রোগীদের প্রতি অসমতা দূর করতে হবে। এইডস রোগ হতে রক্ষা পেতে অবশ্যই প্রতিরোধমূলক কনডম ব্যবহার করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন।