শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে স্কুলগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি চোখে পড়ার মতো

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ২, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ

শাহ জাহান আলী মিটন : উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ এর আওতায় সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরা জেলাতে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা(সাস)কর্তৃক বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে।

গত কয়েক দিন তালা উপজেলা, সাতক্ষীরা সদর উপজেলা ও দেবহাটা উপজেলার কয়েকটি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, অনেক স্কুল সকাল ৯ টা হতে বেলা ১২টা পর্যন্ত আবার অনেক স্কুল দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিরলস ভাবে পাঠদান করে যাচ্ছেন শিক্ষকবৃন্দ। এসকল স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীর উপস্থিতিও চোখে পড়ার মতো।

জানাযায়, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সাতক্ষীরা এর নেতৃত্বে গত ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ হতে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় সমুহ সুষ্ঠ ভাবে পরিচালিত হচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়ন নির্দেশিকা অনুসারে ৮-১৪ বছর বয়সের ছেলে-মেয়েরা যারা কখনো স্কুলে যায়নি অথবা লেখা-পড়া থেকে ঝরে পড়েছে তাদের শিক্ষা প্রদান করা এবং তাদের শিক্ষার মূলশ্রোত ধারায় ফিরিয়ে আনা বা কারিগরি শিক্ষার মাধ্যমে জীবিকায়ন করায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য। লিড এনজিও হিসাবে সাস সরাসরি ৪টি উপজেলায় শিক্ষা প্রদান করছে ও পার্টনার হিসাবে ২টি এনজিও কলারোয়া উপজেলায় উন্নয়ন পরিষদ (উপ) ও কালিগঞ্জ উপজেলায় ইডা সংস্থা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

৬টি উপজেলায় ১২৬০০ জন শিক্ষার্থী নিয়ে ৪২০ টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে যার মধ্যে তালা, কলারোয়া ও কালিগঞ্জ-এ ৭০টি করে, সাতক্ষীরা সদরে ৭৭ টি,আশাশুনিতে ৮৩টি, এবং দেবহাটা উপজেলায় ৫০টি স্কুলের কেন্দ্র রয়েছে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সাথে কথা বলে জানা যায়, ব্যুরোর নির্দেশনা অনুসারে সকল জনবল নিয়োগ সম্পন্ন করা হয়েছে ও নির্দেশনা অনুসারে বাজেট বরাদ্দ না পাওয়ায় স্কুলব্যাগ, স্কুলড্রেস ব্যাতিত সকল উপকরণ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন প্রকল্পের শুরুতে অর্থ ছাড় হতে দেরী হলেও ৪২০ জন শিক্ষকের বেতন ও ঘর ভাড়া সংস্থার নিজস্ব তহবিল হতে পরিশোধ করেছি। সাতক্ষীরায় এই কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হচ্ছে কিনা সে ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব, ব্যুরোর বিভিন্ন পর্যায়ের কমকর্তা, মনিটরিং অফিসার, জেলা প্রশাসক ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিগণ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে থাকেন।

এ সময় সাস পরিচালক আরো বলেন, আমরা বিগত সময়ে এই উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর অধিন পিএলসিএইচডি-২ বাস্তবায়ন করে সারা দেশে প্রথম হয়ে রাষ্ট্রপতি পদক পেয়েছিলাম এবং বিদেশে যাওয়ার সুযোগ হয়েছিল। সকলের সহযোগিতা থাকলে সাতক্ষীরা আবারও প্রথম হতে পারবে এমনটায় জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর অঙ্গীকার ঘরে ঘরে কর্মসংস্থান যা সাস এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় সরজমিন পরিদর্শন করে দেখা যায়, ৪২০ জন শিক্ষকসহ বিদ্যালয় ঘর, (স্কুলব্যাগ,স্কুল ড্রেস ব্যাতিত)সকল উপকরণ এবং ৮-১৪ বছর বয়সের ছেলে-মেয়েরা যারা কখনো স্কুলে যায়নি অথবা ঝরেপড়া ৩০ জন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক নিয়ম অনুসারে নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে প্রোগ্রাম হেড খাঁন মোঃ শাহ আলম বলেন, সেকেন্ড চান্সে শিক্ষা দান শেখ হাসিনার অবদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকল্পটি বাস্তবায়ন করছি আমরা। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সাস এর নির্বাহী পরিচালকের দিকনির্দেশনা অনুসারে সকল কাজ সঠিক ভাবে ও সময় মত করা হচ্ছে। পাশা পাশি দুটি সহযোগী সংস্থা ইডা ও উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সঠিক ভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান,শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যুরোর নির্দেশনা পাওয়া মাত্রই প্রদান করা হবে। সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম হাবিবুর রহমান বলেন বিদ্যালয় পরিচালনা, মনিটরিং, সকল সভা, উপকরণ সরবরাহ, পাঠদান, মুল্যায়ন, প্রতিবেদন ও বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ সঠিক ভাবে ও সময় মত টিম আকারে সম্পন্ন করা হচ্ছে। ৪২০ টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কোনটি সকাল ৯ টা থেকে ১২ টা এবং কোনটি বিকাল ২ টা থেকে ৫ টা পর্যন্ত প্রতিটি স্কুল এক জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়।

তিনি আরও জানান, এই প্রকল্পের মনিটরিং অফিসার, জেলা প্রোগ্রাম ম্যানেজার, উপজেলা প্রোগ্রাম ম্যানেজারদের নিয়ে একটি দক্ষ অপারেশন টিম আছে যারা সার্বক্ষণিক ভাবে কার্যক্রম ফলোআপ করেন। সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাশ বলেন,আমি সাতক্ষীরায় যোগদান করার পর হতে বিভিন্ন উপজেলায় পরিদর্শন করেছি প্রায় সবগুলো স্কুল সঠিক ভাবে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থী উপস্থিতিও অনেক ভালো। সরকারের এই মহাত্মী উদ্দ্যোগ যাহাতে ভেস্তে না যায় সে কারনে আমি সব সময় স্কুলগুলোতে খোজখবর রাখার চেষ্টা করে যাচ্ছি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

রমজানননগর-সোরা স্লুইজ গেটের বেহাল দশা

কালিগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আইজিপি কর্তৃক পুরষ্কার পেলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান

ইছামতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা জামায়াতের আমীর

শোকাবহ আগস্টের শেষ দিনে এমপি রবির সাথে তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময়

আশাশুনিতে আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরায় ঔষধ এর দোকান থেকে অবৈধ মাদকদ্রব্য টাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২

নব জীবন এর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

বিশ্ব কুষ্ঠ দিবস’২৫ উপলক্ষে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা