শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড.বদিউল আলম মজুমদার ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩ টায় সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার( ২ ডিসেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরনীতে অবস্থিত জিরো পেইন ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সুজনের জেলা কমিটির সহ-সভাপতি পবিত্র মোহন দাশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাসিনা খাতুন পুতুল, সহ- সাধারণ সম্পাদক মৃনাল কান্তি, সাংগঠনিক সম্পাদক এ্যাড এ বি এম সেলিম, প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা, সদর উপজেলা সুজনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাঈদ, সাতক্ষীরা শহর কমিটির সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন।
সুজনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সাহেবের সাতক্ষীরা আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ড. বদিউল আলম মজুমদার সাতক্ষীরায় ৬ ডিসেম্বর সুজন সাতক্ষীরা জেলা কমিটি এবং ৭ টি উপজেলা কমিটি এবং ২ টি পৌর কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় করবেন।