আশাশুনি ব্যুরো : আশাশুনিতে প্রতিবন্ধী উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে শনিবার সকালে আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান। প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে বিভিন্ন সাহায্য উপকরণ বিতরণ করা হয়।