বিলাল হোসেন শ্যামনগর : আর নয় লবন পানির চিংড়ী চাষ, করব এবার ধান চাষ এ শ্লোগানকে সামনে রেখে স্থানীও কৃষকদের নিয়ে মুন্সীগঞ্জ ইউনিয়ান পরিষদের আয়োজনে সোমবার (৫ ডিসেম্বর ) বিকাল ৪ টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পরিষদের সমন্বয়ে সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ ইউপি চেয়াম্যান বাবু অসীম কুমার মৃধার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জান, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এম এনামুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনর্চাজ মুহম্মদ নুরুল ইসলাম বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, কৃষি ব্যাংক শ্যামনগর শাখা ম্যানেজার মো: রুহুল কুদ্দুস, পল্লী বিদ্যুৎ শ্যামনগর জোনাল অফিস ডি ডি এম সনজিৎ কুমার মন্ডল, মুন্সীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুন্দরবন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন সহ স্থানীয় কৃষকরা কথা বলেন।
এ সময় অতিথিরা বলেন জোনিং সিষ্টেমে (কৃষি-লবন পানির চিংড়ী) বাস্তবায়নের লক্ষ কাজ করে কৃষিখাতকে এগুয়ে নিয়ে যেতে হবে। যেখানে ধান চাষ করা যাবে সেখানে ধন চাষ করতে হবে। আর যেখানে মাছ করা যাবে সেখানে মাছ চাষ করা হবে। সমাবেশের আগে অতিথিরা হরিনগর আইবুড়া নদীর অবৈধ নেটপাটা অপসারণ করেন। আগামী ১ সপ্তাহের মধ্যে সকল অবৈধ নেটপাটা অপসারণ করে সকল খাল মুক্ত করা হবে।