সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় পুনরায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নির্বাচিত সুতপা রাহা

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ৫, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ

তাপস সরকার, তালা : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক গঠিত সাতক্ষীরার তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার নতুন কমিটিতে পুনরায় চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সুতপা রাহা । তিনি খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু সহধর্মিনী।
গত ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করলেও বিষয়টি প্রকাশ পায় সোমবার (০৫ ডিসেম্বর)।

এর আগের মেয়াদেও সুতপা রাহা জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলার এর চেয়ারম্যান ছিলেন। এদিকে সোমবার সকালে নবগঠিত কমিটির প্রথম মিটিং জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা । জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুজ্জামানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়, উপজেলার জাতীয় মহিলা সংস্থার সদস্য শিক্ষিকা তানিয়া জেসমিন, নাসিমা সুলতানা, দেবশ্রী পাল প্রমূখ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ (১৯৯১ সনের ৯নং আইন) এর ১১ ধারার ৩ উপধারা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার তালা এর সুপারিশের ভিত্তিতে৫ সদস্য বিশিষ্ট তালা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা জানান,পুনরায় তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, সাতক্ষীরা – ১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসসহ যে সকল নেতৃবৃন্দ পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর