শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : ৭ ডিসেম্বর সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বড়দল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ডিসেম্বর) আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়দল কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি বড়দল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম বাচ্চু রহমান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ দেবা, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর সরকার, বিকাশ চন্দ্র রায়, তরুণলীগের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ আব্দুল্লাহ, উজ্জল সরকার, রিপন সানা, রফিকুল ইসলাম গাজী, মোহাম্মদ নাসির হোসেন, মুকুল সানা, বাবু মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আসাদুল্লাহ।