কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালীগঞ্জে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অঞ্চলের দুর্যোগ ঝুকিহ্রাস সহায়ক এসডিআরআর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ডিসেম্বর) বেলা ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে নবযাত্রা প্রকল্পের সিনিয়র অফিসার আশিস কুমার হালদার এর সভাপতিত্বে দীপঙ্কর সাহার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, প্রকল্পের সিনিয়র প্রজেক্ট কো অর্ডিনেটর খুলনা মাহবুব রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমূখ। কর্মশালায় প্রজেক্টর এর মাধ্যমে তথ্য উপাত্ত দিয়ে প্রশিক্ষণ কর্মশালায় দিকনির্দেশনা প্রদান করেন সিনিয়র প্রজেক্ট অফিসার মাহবুব, ঝুঁকিপূর্ণ উপক‚লীয় উপজেলা দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। কর্মশালায় সরকারি কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।