দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৮/১২/২২ ইং তারিখ, এসআই (নিঃ) শফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) শামীম হোসেন সংঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০১, তাং-০৮/১২/২২ ইং এর আসামী দেবহাটা গ্রামের মৃত সুরত আলীর ছেলে মুনছুর আলী (৫৫), একই গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে সিদ্দিকুর রহমান (৫৫), বসন্তপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে হাতেম আলী (৫৬), গরানবাড়িয়া গ্রামের মজিবর গাজীর ছেলে ওহিদুল ইসলাম (৩২), উত্তর কুলিয়া গ্রামের মৃত হবি খান চৌধুরীর ছেলে মাছুম খান চৌধুরী (৫০), একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইসমাইল হোসেন চাকমা (৩২) ও বসন্তপুর গ্রামের আঃ রহিমের ছেলে মনিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-০৮/১২/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।