আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনি উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে মনগড়া, অবৈধ আখ্যায়িত ও কমিটি প্রত্যাখান করে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বুধবার (৭ডিসেম্বর) বিকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগ রাসেল হোসেনকে সভাপতি ও মিঠুন ইসলামকে সাধারণ সম্পাদক করে আশাশুনি উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।
উক্ত কমিটিকে মনগড়া ও অবৈধ আখ্যায়িত করে আশাশুনিতে উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মিছিলটি উপজেলা সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম তারিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শোভনালী ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ইথুন আলি, আলামিন, রাজ, তাজ, আশিক মোল্যা, আছাদ হোসেন, যুবলীগ নেতা তৈবার রহমান, মাসুদ রানা, গাউস প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। বক্তাগণ বলেন, আর্থিক সুবিধা নিয়ে জামাত বিএনপি পরিবারের ছেলেকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে অবৈধ ও মনগড়া কমিটি আশাশুনির জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজ পথে থাকা ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা মেনে নেবেনা। সবশেষে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের মুশপুত্তলিকা দাহ করা হয়।