তাপস সরকার, তালা : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় সংসদ সদস্য’র সহধর্মিনী নাসরীন খান লিপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরায় সংসদ সদস্যের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় জাতীয় মহিলা সংস্থার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং তাদেরকে অভিনন্দন জানান সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ । সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, সদস্য শিক্ষিকা তানিয়া জেসমিন, নাসিমা সুলতানা, দেবশ্রী পাল, তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুজ্জামান প্রমূখ। এসময় নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু উপস্থিত ছিলেন।