শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ৯, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ

সেলিম হায়দার : মহান বিজয়ের ৫১ তম বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কোরাইশী ফুড পার্কে প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন ব্যঘ্রতটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক হফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথা সাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আশেক-ই এলাহী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন শীল, আওয়ামী লীগ নেতা এ্যাড. ওসমান গনি, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আব্দুল জলিল, এড. সালাউদ্দীন ইকবাল লোদী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিলো তার মূল মন্ত্র ছিলো ধর্ম নিরপেক্ষতা। কিন্তু আজও সেই দাবি বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ থেকে সা¤প্রদায়িকতার বীজ উপড়ে ফেলতে হলে অবশ্যই ৭২’র সংবিধানে ফিরে যেতে হবে। প্রয়োজনে ৭২’র এর সংবিধান থেকে আমাদের শুরুটা করতে হবে। আর এ জন্য প্রয়োজন দল নিরেপক্ষ সাংস্কৃতিক বিপ্লব। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর ভূমিকা এবং নিরস্ত্র বাঙ্গালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ব্যাপকভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত