আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় সাথী ফসল, বিলে ফসল ক্ষেত, প্রদর্শনী ও বাগান পরিদর্শন ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বুধহাটা ইউনিয়নের বুধহাটা বøকে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় আখের সাথে সাথী ফসল হিসাবে লালশাক, নিরাপদ সবজি বেগুন, আমন ধানের সাথে রিলে ফসল হিসাবে সরিষা, গম প্রদর্শণী, জিকেবিএসপি প্রকল্পের আওতায় সবজির জৈব বালাই ব্যবস্থাপনা (ফুলকপি) এবর্ং গম ও সরিষা প্রদর্শণী খামার রয়েছে। এসব চাষাবাদ ক্ষেত এবর্ং গম গবেষণা কর্তৃক গম প্রদর্শণী ও কয়েকটি পারিবারিক সবজির পুষ্টি বাগানের সার্বিক অবস্থা দেখতে পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসরাম। সাথে সাথে সাইনবোর্ড স্থাপন করেন তিনি।