শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১০, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় একাধিক মানবাধিকার সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত¡রে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. শফিকুল ইসলাম কচি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, ইউএনও মমতাজ বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি জি এমএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন। সচিব ইলিয়াস হোসেন’র সঞ্চালনায় বক্তৃতা করেন, সুভাষ রায়, গাজী বজলুর রহমান, শাহবুদ্দিন শাহীন, কবিন্দ্র নাথ রায়, মান্দার সরদার, কৃষ্ণ মন্ডল, ইদ্রীস আলী, আনোয়ার হোসেন, এড. মোজাফ্ফর, আমিরুল ইসলাম, রোহতাব, প্রশান্ত মন্ডল, রবীন্দ্রনাথ, আশুতোষ মন্ডল, মমিনুল ইসলাম প্রমুখ।

অপরদিকে, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সংগঠনের সভাপতি এড. শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুরূপ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপস্থিত ছিলেন এস আই আনজির, প্রজিৎ রায়, এড. অরুন মন্ডল প্রমুখ। দুপুর ১২টার দিকে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে র‌্যালি শেষে পাইকগাছা প্রেসক্লাবে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর কমিটির সভাপতি এড. অজিত কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কমিটির সভাপতি এড. প্রধীশ কুমার হালদার, সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন রাজা।

বক্তৃতা করেন, সাংবাদিক বদিউজ্জামান, পূর্ণ চন্দ্র মন্ডল, মানছুর রহমান জাহিদ, খোরশেদ আলম, শাহজামান বাদশা, উজ্জ্বল কুমার দাস, জাকির হোসেন মিন্টু, স্বপন কুমার সরকার, দেবপ্রসাদ মন্ডল, আব্রাহাম, জিয়াউদ্দিন নায়েব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত