সকাল রিপোর্ট : ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে কেজি রুপার গহনা আটক করেছে বিজিবি। আটককৃত ওই রুপার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আল-মাহমুদ, পিএসসি রুপা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আল-মাহমুদ, পিএসসি জানান, রবিবার ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাফর আলম’র নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৭/৩৮-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বৈকারী নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল ভারত হতে বাংলাদেশে পাচারকালে ৬,৫০,০০০/-(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ০৫ কেজি রুপার গহনা আটক করে। অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বৈকারী গ্রামের মিলন সরদারের ছেলে চোরাকারবারী মোঃ শাওন (২৭), বাবর আলী সরদারের ছেলে মোঃ কাছেদ আলী (৬০) এবং একই গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্যার ছেলে মাসুম মিয়া (৪২) রুপার গহনা ফেলে পালিয়ে যায়।
পলাতক চোরাকারবারীদের আটক করার কার্যক্রম অব্যাহত রয়েছে। পলাতক চোরাকারবারীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদয় থানায় মামলা দায়ের এবং আটককৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।