শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২২’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন, বিশেষ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলেজ অধ্যক্ষ মাহাবুবর রহমান, প্রধান শিক্ষক আবদুর রবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীনাদ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিভিল ডিফেন্স কর্মকর্তা অপু বিশ্বাস, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরনে হাজার মোমবাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করা হয়।