কলারোয়া প্রতিনিধি : “সময় মত পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করলে সুস্থ থাকবে মা ও শিশু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ১৭ ডিসেম্বর ২০২২ থেকে ২২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু নসর। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কানিজ ফাতেমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি নুর মোহাম্মদ, অফিস সহকারী হাসমত আলী, হুমায়ন কবীর, পরিবার পরিকল্পনা পরিদর্শক জুলকার নাঈম, আলমগীর হোসেন, তরুন কুমার রায়, পরিবার কল্যান সহকারী জেসমিন খাতুন, শিরিনা খাতুন, চায়না খাতুন, সেলিনা খাতুন, আনসুমান আরা খাতুনসহ উপজেলায় কর্মরত সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।