বাবলা আহমেদ (কালিগঞ্জ ব্যুরো) : সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উপলক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রবীর কুমার মুখার্জির সভাপতিত্বে মথুরেশপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাবেক এফ পি আই শংকর কুমার সিংহ।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের মোঃ মনিরুল ইসলাম, এফ ডবিøউ ভি মোছাঃ আনোয়ারা খাতুন, এফপিএফ মোঃ মিজানুর রহমান, এফ ডবিøউ এ পরিবার কল্যাণ সহকারী শামসুন্নাহার প্রমুখ। সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব, সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, ও কৈশোর কালীন স্বাস্থ্য পুষ্টি সেবা বিষয়ে আলোচনা করা হয়।