সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোকাবহ পরিবেশে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনায় নিরব প্রার্থনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মমন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য রবিন্দ্র কর্মকার, মুন্নাফ মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল, অরুন কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম প্রমুখ। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহŸান জানান। প্রেস বিজ্ঞপ্তি