দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বক্তব্য দেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তোজা মাহাম্মাদ আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রফেসর রাজু আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মাওলানা আজিজুর রহমান।