সকাল রিপোর্ট : শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সন্ধায় শহীদ আব্দুর রাজ্জাককে উক্ত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোশারফ হোসেন মোশু, খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পদক সুজন হোসেন সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনে উপস্থিত ছিলেন।