সকাল ডেস্ক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা বুধবার (১৪ ডিসেম্বর’২২) সন্ধ্যায় স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো: জাহিরুল আলম, সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইল মিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজ, অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সহকারী অধ্যাপক কমলেশ চন্দ্র মন্ডল, মুড়োগাছা হাই স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি সেন, প্রভাষক নির্মল চন্দ্র বৈরাগী, সুকুমার রায়, খন্দকার আনিসুর রহমান প্রমুখ।