তাসকিন আহমেদ(শাওন), কুলিয়া : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানিজিং কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ডিসেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ে সভার শুরুতে নব নির্বাচিত সভাপতি কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হকের সহধর্মীনি মেহেরুন নেছাকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি মেহেরুন নেছার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, ফারুক হোসেন, মনজুরুল ইসলাম, শাহিনুর ইসলাম, মমতাজ বেগম, শিক্ষক প্রতিনিধি রবিউল ইসলাম, সুকুমার পাল, শিক্ষিকা মহাসিনা খাতুন। ম্যানেজিং কমিটির প্রথম সভায় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ডাঃ মোঃ গোলাম বারী ও কো-অপ্ট সদস্য হিসাবে সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামকে নির্বাচিত করা হয়। সভায় স্কুলের উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও ঝরে পড়া শিশুদের স্কুলগামী করার বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়।