এস এম মহিদার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ই ডিসেম্বর ২০২২ইং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহঃবার (১৫ই ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় পলাশপোলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানঅতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম নূও ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লক্ষ শহীদে রক্তের বিনিময়ে বাঙালী জাতি এদেশ স্বাধীন করেছে। আর এই স্বাধীন দেশ রক্ষাকরার দায়িত্ব আমাদেরই। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতা রক্ষা করতে বাংলার আবাল বৃদ্ধ বণিতা সকলকে যারযার জায়গা থেকে আমাদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন সহসাংগঠনিক সম্পাদক রমজান আলী।
আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য দি পিপুলস টাইমস পত্রিকার বিশেষ প্রতিনিধি এড. জি এম সোহারাব হোসাইন, মাতৃজগৎ পত্রিকার জেলা প্রতিনিধি ইদ্রিস আলী, পাটকেলঘাটা শাখার সাধারণ সম্পাদক মখফুর রহমান জান্টু। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ হাসান গফুর, সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ রনি, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম শহিদ, শেখ রেজাউল ইসলাম বাবলু, সরদার জিল্লুর রহমান। সদস্য ফিরোজ হোসেন, সাইফুল আযম খান মামুন, আব্দুস সালাম, মনিরুজ্জামান, মোঃ কামাল উদ্দীন সরদার, গোলাম মোস্তফা, মোঃ আব্দুল মাতিন, এম এম হায়দার আলী, সুজাউল হক, হাবিবুল্লাহ বাহার, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, জি এম মনিরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ লাল্টু প্রমুখ।